সোমালিয়া ওয়েব নিউজ : তাপপ্রবাহ হলে বেলা বাড়ার সাথে সাথে শুনছেন পথঘাট। তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ থেকে শুরু করে পশু পাখি জীবকূল। এমন পরিস্থিতিতে গরম থেকে রেহাই পেতে মানুষ নানান পদ্ধতি অবলম্বন করছেন। সম্প্রতি এক ট্রাক চালকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যিনি গরমের হাত থেকে বাঁচার জন্য এক দারুণ পদ্ধতির আশ্রয় নিয়েছেন। চলন্ত ট্রাকে চালকের আসনে বসেই স্নান করতে শুরু করলেন তিনি। তার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।@shaikshaikshavalibasha ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ট্রাক চালকদের গাড়ির মতো এসির সুবিধা নেই, ভেতরে কুলারও নেই, তাই দিনের বেলা ভ্রমণের সময় প্রচণ্ড গরম সামাল দিতে অভিনব এই পন্থাকেই কাজে লাগান তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি তার সিটের পাশে জল ভর্তি একটি কলসি রেখেছেন। জগের মাধ্যমে জল নিয়ে সেই ঠাণ্ডা জল নিজের শরীরে ঢেলে দিচ্ছেন তিনি। এর পাশাপাশি প্রচণ্ড গতিতে ট্রাক চালাচ্ছেন তিনি। ভাইরাল এই ভিডিওটি এক কোটিরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। শীঘ্রই রাস্তায় একটি নতুন সাইন বোর্ড বসানো হবে, যাতে লেখা থাকবে- ‘গাড়ি চালানোর সময় স্নান করা নিষেধ!’নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে খুব মজা পাচ্ছে।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ