সোমালিয়া ওয়েব নিউজ : ভোট নির্বাচনী আবহের মধ্যে সিঙ্গুরের একাধিক জায়গায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নির্বাচনী ফ্লেক্স, দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির দাবি, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এই কাজ করেছে। পালটা তৃণমূলের দাবি, বিজেপিই এই সমস্ত কাজ করে তৃণমূল উপরে দায় চাপাচ্ছে। সিঙ্গুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালু রায়তলা এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া একাধিক নির্বাচনী ফ্লেক্স আজ সকালে স্থানীয় একটি পুকুরে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি দলীয় পতাকাও পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে সিঙ্গুরের আনন্দ নগর পঞ্চায়েতের ছয়ানী মন্দিরতলা এলাকাতেও বিজেপির একাধিক ফ্লেক্স ,পতাকা ছিঁড়ে দেওয়া ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সিঙ্গুর থানায় লিখিত অভিযোগে দায়ের করেন বিজেপি মণ্ডল সভাপতি তারাপদ ঘোষ। এই ঘটনার প্রতিবাদে দুস্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি।। সিঙ্গুর বিধানসভার বিজেপি ১ নম্বর মণ্ডলের সভাপতি তারাপদ ঘোষ অভিযোগ করে বলেন, ‘গতকাল রাতে সিঙ্গুরের কালু রায়তলা এলাকায় ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলে দিয়েছে তৃণমূল দুস্কৃতীরা। সেই সঙ্গে আনন্দ নগর পঞ্চায়েতে একই ভাবে সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া ও পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে সিঙ্গুর থানায় অভিযোগ করা হয়েছে, এবং আমরা অভিযুক্তদের অবিলম্বে গ্ৰেফতারের দাবি জানাচ্ছি। লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘তৃনমূল চিরাচরিত ভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। মানুষ যখন ঘুমায় তখন তারা বের হয় ডাকাতী করতে। গতকাল রাতে তৃণমূলের মস্তানরা এসে এগুলো ফেলে দিয়েছে। কিন্তু এরা মানুষের মন থেকে তো ফেলতে পারবে না। সিঙ্গুরের মানুষ বিজেপিকে আশীর্বাদ করতে শুরু করেছে। অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন যেন এদের জেলের ভিতরে রাখে।’ এদিকে ঘটনা প্রসঙ্গে হুগলী লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এসব ওরা নিজেরাই করে , তারপর ওরা বলে দেয় অপর দল করেছে। একটা ঝামেলা লাগিয়ে দেওয়ার জন্য ওরা নিজেরাই এসব করে এবং বলে তৃণমূল করেছে। যদিও তৃণমূল সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপির এই অভিযোগকে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি