সোমালিয়া ওয়েব নিউজ : সৌদি আরব সরকার এবার কড়া নিয়ম জারি করল হজযাত্রীদের জন্য । সে দেশের ফতোয়া পরিষদ হজের জন্য পারমিট বাধ্যতামূলক ঘোষণা করেছে। প্রতিটি নিয়ম প্রত্যেক হজযাত্রীকে মেনে চলার নির্দেশ দিয়েছে সেই পরিষদ। সৌদি আরবের বরিষ্ঠ বিদ্যজনদের নিয়ে তৈরি ফতোয়া পরিষদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। আধিকারিক পারমিট ছাড়া হজযাত্রা করা যাবে না বলে ঘোষণা করা হয়েছে। হজযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই নিয়ম বলে জানা গিয়েছে। পারমিট ছাড়াও এই ফতোয়া পরিষদ ইসলামের সমস্ত নিয়ম মেনে চলার মাহাত্ম্যও বুঝিয়েছে। অভ্যন্তরীণ মন্ত্রক, হজ মন্ত্রক, গ্র্যান্ড মসজিদ এবং পয়গম্বরের মসজিদের সমস্ত বিষয় দেখভাল করার জন্য তৈরি নিয়মের মধ্যেই হজযাত্রা নিয়েও একাধিক নির্দেশিকা অন্তর্ভূক্ত করা হয়েছে। সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রকের তরফে হজযাত্রার পরিকল্পনা করা সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অনুরোধ রাখা হয়েছে, যাতে প্রত্যেকটি নিয়মাবলী সঠিকভাবে মেনে চলা হয়। হজযাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতেই সৌদি আরব প্রশাসন কঠোর নিয়মাবলী লাগু করছে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু