সোমালিয়া ওয়েব নিউজ : প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। গতবছরের তুলনায় পাশের হার অনেকটাই বেড়েছে। পাশের হারে সর্বোচ্চ কালিম্পং, দুই নম্বরে রয়েছে পূর্ব মেদিনীপুর, তিন নম্বরে কলকাতা। মেধা তালিকার প্রথমে দশে আছে ৫৭ জন। গতবারের তুলনায় বেড়েছে পাশের হার। দুজন পরীক্ষার্থীর ফল আটকে রাখা হয়েছে। ৪৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। এদের মধ্যে কলকাতা থেকে একজন এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে আটজন রয়েছেন। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন একজন করে। তৃতীয় হয়েছেন তিনজন। ৬০ শতাংশ কিংবা তার বেশি পেয়েছেন একলক্ষ আঠারো হাজারের কিছু বেশি। শতাংশের নিরিখে যা প্রায় তেরো শতংশের মতো। কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূর সেন প্রথম স্থান অধিকার করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। শতাংশের নিরিখে যা ৯৯ শতাংশ।দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২ ।যুগ্মভাবে তৃতীয় বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। অপর তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল। বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গর্ভমেন্ট স্কুলের পুস্পিতা বাউড়ি পেয়েছেন ৬৯১ হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তপজ্যোতি মণ্ডল ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন। পঞ্চম পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের অর্ঘদীপ বসাক। ষষ্ঠ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের কৃশানু সাহা। মালদহের মোহামপুর এইচএসএসবি হাইস্কুলের মহম্মদ সাহারুদ্দিন আলি। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ সাহু। সপ্তম কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের আসিফ কামাল। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাইস্কুলের আবৃত্তি ঘটক। বালুরঘাট হাইস্কুলেরই অপ্রিত ঘোষ। ওই স্কুলেরই সাত্যদা দে। বীরভূমের সরোজিনী দেবী শিশু মন্দির স্কুলের আরিত্রিক শ। পূর্ব মেদিনীপুরের জ্ঞানপীঠ হাইস্কুলের সুপম রায়। পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন হাইস্কুলের কৌস্তভ মল। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লসের ইন্দ্রাণী চক্রবর্তী। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের দেবজ্যোতি ভট্টাচার্য।অষ্টম মেদিনীপুর মিশন গার্লস স্কুলে তনুকা পাল। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ঋদ্ধি মল্লিক। নবম বালুরঘাট হাইস্কুলের রৌণক ঘোষ। হাওড়ার শ্যামপুর হাইস্কুলের অরণ্যদেব বর্মন ৬৮৫। দশম নরেন্দ্র রামকৃষ্ণ মিশনের শুভ্রকান্তি জানা। ব্যান্ডেলের এলিট কোএড স্কুলের নীলাঙ্কন মণ্ডল ৬৮৪।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবারের মাধ্যমিকে প্রথম দশে থাকা ৫৭ জনের মধ্যে একজন মাত্র কলকাতার। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের সাত জন, পূর্ব মেদিনীপুরের সাত জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের তিন জন, পশ্চিম মেদিনীপুরে চাক জন, মালদহের চার জন, কোচবিহারের দুই জন, হুগলির দুই জন, নদিয়ার দুই জন, পুরুলিয়া ও উত্তর দিনাজপুরের একজন করে। এই বছরের ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পরীক্ষা। ওই মাসেরই ১২ তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষের বেশি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে। অথচ তার অনেক আগেই ফল প্রকাশ করা হচ্ছে। ১৯ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়েছে। তার মধ্যেই এবার ফল প্রকাশ করা হল।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক