সোমালিয়া ওয়েব নিউজ : রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Iran President Ebrahim Raisi) মৃত্যু হয়েছে। এটি নিছকই দুর্ঘটনা না হত্যা- তাই নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েগেছে। কারণ রাইসির মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তাঁর বিদেশমন্ত্রী ও অন্যান্য আট জন উর্ধ্বতন কর্মকর্তাকেও হত্যা করা হয়েছিল। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইরানের প্রয়াত রাষ্ট্রপতির হেলিকপ্টার সফররে একটি ভিডিও। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার হেলিকপ্টারে থাকা নেতার ভিডিও শেয়ার করেছে। মনে করা হচ্ছে এটি রাইসের জীবিত অবস্থার শেষ ভিজিয়্যাল। ভিডিওটিতে দেখা গেছে ইরানি প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টারের জানলার ধারে বসে রয়েছে। বাইরে তাকিয়ে রয়েছেন। ক্যামেরাটি বসানো হয়েছে বিপরীতে। তাঁর সঙ্গে রয়েছে পররাষ্ট্রমন্চ্রী হোসেইন আমির আব্গুল্লাহিয়ান-সহ বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। ইরানের ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে হেলিকপ্টারে ওঠার আগে কর্মকর্তাদের সঙ্গেও কথা বলতে। হেলিকপ্টারটি ওড়ার মাত্র ৩০ মিনিট পরেও যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এি ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পরে একটি পাহাড়ের চূড়া থেকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ইরানি জাতির সেবক আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি জনগণের সেবা করার সময় মারা গিয়েছে। ইরানি মিডিয়া প্রাথমিকভাবে পরিস্থিতিটিকে দুর্ঘটনা বলে চিহ্নিত করেছে। ইরানের অক্সিকিউটিভ ক অ্যাফেয়ার্সের ডেপুটি প্রেসিডেন্ট মোহসেন মানসুরি বলেছেন, দুই কর্মকর্তা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। ইরান সরকারের অনুমান এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে। এটি একটি চক্রান্তও হতে পারে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বলেছেন ভারত এই দুঃখের সময় ইরানের পাশে থাকবে বলেও পতিশ্রুতি দিয়েছেন।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু