সোমালিয়া ওয়েব নিউজ : রাজ্যে সরকারি শিক্ষক নিয়োগের যে যোগ্য-অযোগ্য প্রমাণ বিচারাধীন। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গিয়েছে। হাইকোর্টের বিচারপতির এক খোঁচায় সরকারি প্যানেল বাতিল হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর আরও একদফা প্যানেল প্রকাশিত হয়। কাউন্সেলিং হয়ে গিয়েছে। তারপরেও নিয়োগ প্রক্রিয়া স্থগিত। এবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫২৭৯ ফুট উঁচুতে, হিমালয়ের রুপিন পাসে দাঁড়িয়ে নিয়োগের দাবি তুললেন দুই চাকরিপ্রার্থী সোনারপুরের স্মিথ বিশ্বাস ও উলুবেড়িয়ার শুভেন্দু বিশ্বাস। উচ্চপ্রাথমিকে নিয়োগ আন্দোলন চলাকালীন স্মিথ ও শুভেন্দুর আলাপ। স্মিথ ইংরেজি ও শুভেন্দু বাংলা বিষয়ে উচ্চপ্রাথমিকে ইন্টারভিউ দিয়েছিলেন। কাউন্সেলিংয়ে পছন্দের স্কুলও তাঁরা বাছাই করেন। কিন্তু নিয়োগ অধরাই থেকে যায়। আন্দোলনের চাপ কাটাতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন দুই তরুণ। সেইমত ১১ মে কলকাতা থেকে ট্রেনে চেপে ১৩ মে চণ্ডীগড় পৌঁছোন তাঁরা। সেখানে ১২ জনের একটি ট্রেকিং দলে যোগ দেন। শুক্রবার তাঁরা রুপিন পাস পৌঁছোন। রুপিন পাসে নেটওয়ার্ক না থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। সাংলোতে আসার পর তাঁদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।স্মিথ বিশ্বাস বলেন, ‘স্কুল সার্ভিস কমিশন দীর্ঘ ১০ বছর ধরে নিয়োগ সম্পন্ন করতে পারেনি। হাইকোর্টের তত্ত্বাবধানে দ্বিতীয়বার ইন্টারভিউ হয়েছে। হয়েছে কাউন্সেলিং। তারপরেও নিয়োগ হয়নি। আমাদের আর কত বঞ্চিত হতে হবে?’শুভেন্দু বিশ্বাস বলেন, ‘হতাশা কাকে বলে সেটা বোধহয় উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের থেকে বেশি ভালো আর কেউ জানে না। ২০১৪ সালের ৩০ জানুয়ারি উচ্চপ্রাথমিকের প্রথম নোটিফিকেশন হয়। পরের বছর ১০ জুন ফের অনলাইন নোটিফিকেশন হয়। ওই বছরের ১৬ অগাস্ট লিখিত পরীক্ষা ও ১৪ সেপ্টেম্বর ফলপ্রকাশ হয়। সদিচ্ছার অভাবের জন্যই নিয়োগ দেওয়া হচ্ছে না।’
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক