সোমলিয়া ওয়েব নিউজ; PHED ঘর ঘর জল প্রকল্পের কাজ সমস্ত এলাকাতেই শুরু হয়েছে। এখনো বিভিন্ন এলাকাতে পাইপ বসানোর কাজ চলছে। অভিযোগ- পাইপের সাথে পাইপের জয়েন্ট ঠিকমতো ভাবে করা হচ্ছে না, জলপরিসেবা শুরু হলেই কিছুদিনের মধ্যেই লিকেজ হতে পারে। এছাড়া পাইপ বসানোর পর অধিকাংশ জায়গায় পাইপের মুখ খোলা রাখা হচ্ছে। এতে করে বিভিন্ন ময়লা আবর্জনা সাপ, ব্যাঙ প্রভৃতি সবই পাইপের ভিতরে ঢুকছে। রাস্তার বা এলাকার যে জায়গায় খনন করে পাইপ বসানো হচ্ছে, পাইপ বসানোর পর সেই জায়গা মেরামতি হচ্ছে না। কোন একটি নির্দিষ্ট এলাকায় কাজ সম্পূর্ণ না করেই আবার অন্য এলাকায় কাজ শুরু করা হচ্ছে। জলই হল জীবন, তাই জল প্রকল্প শুরু করার আগে বড় পাইপের মুখগুলি বা জয়েন্টগুলি খুলে সম্পূর্ণভাবে হাইজেনিক পদ্ধতিতে পরিষ্কার বা ওয়াস না করলে পরবর্তী ক্ষেত্রে পানীয় জল থেকে বিষক্রিয়া হতে পারে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের এই বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন অভিজ্ঞ মহল। অভিযোগ জানানোর বা প্রকল্পের নির্দিষ্ট কোন সাইনবোর্ড এলাকায় না থাকায় সাধারণ মানুষ সমস্যার কথা জানাতে পারছে না।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক