সোমালিয়া ওয়েব নিউজ : অনেক সময় দেখা যায় হাইওয়ে রাস্তায় বাইক স্টান্ট করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। কিন্তু এখন ত্রিচির একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এক যুবক যানজট এড়াতে ডিভাইডারের উপর দিয়ে তাঁর মোপেড চালাতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে এই ক্লিপ। এই ভাইরাল হওয়া ভিডিয়োটি মাইক্রো ব্লগিং সাইট X -এর পরিচিত হ্যান্ডেল @RoadsOfMumbai থেকেও শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে ওই যুবক স্টান্ট করছে। সে ডিভাইডারের উপর হেলমেট ছাড়াই মোপেড চালাচ্ছে। অনেক ব্যবহারকারী এই ভিডিয়োতে মন্তব্য করে তাদের মতামত জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন – হেলমেট না পরার জন্য তাকে জরিমানা দিতে হবে। আরেকজন ব্যবহারকারী লিখেছেন – যাই বলুন তবে তার ড্রাইভিং -এর দক্ষতা বেশ ভালো। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন – এমন নায়ককে জনসম্মুখে মারধর করা উচিত যাতে একটি উদাহরণ তৈরি করা যায়। তিনি আরও বলেন – তার বাইকও বাজেয়াপ্ত করতে হবে। দুর্ঘটনা ঘটলে চার চাকার গাড়ি দায়ী হত। অনেক ইউজার এই ভাইরাল হওয়া ভিডিয়োটি সেভ করেছেন। আবার অনেকে এটি শেয়ার পর্যন্ত করেছেন। ভিডিয়োটি নিয়ে লোকের মধ্যে বিরক্তি ও রাগ রয়েছে।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ