October 6, 2025

আসামের যোরহাট জেলার এবং দক্ষিণ ত্রিপুরা জনসাধারণের সুবিধা হতে চলেছে

সোমালিয়া ওয়েব নিউজ: আসামের যোরহাট জেলার এবং দক্ষিণ ত্রিপুরা জনসাধারণের দীর্ঘদিনের দাবী পূরণ করতে চলেছে। ১৫৭৬৯ (আলিপুরদুয়ার জংশন-মরিয়নি) ইন্টারসিটি এক্সপ্রেস দৈনিক ভিত্তিতে আগামী ১৬ জুন, থেকে ভোর ৩ টে ৪৫মিনিটে আলিপুরদুয়ার জংশন থেকে রওনা দিয়ে ঐ দিনেই রাত ৮ টায় মরিয়নি পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ১৫৭৭০ (মরিয়নি-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস দৈনিক ভিত্তিতে ১৭ জুন, থেকে সকাল ৯ টা ১৫ মিনিটে মরিয়নি থেকে ছেড়ে ওই দিন রাত ১২ টা ৫০ মিনিটে আলিপুরদুয়ার জংশন পৌঁছাবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা যাচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেল ১৩১৭৩/১৩১৭৪ (শিয়ালদহ – আগরতলা – শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-এর পরিষেবা আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত এবং ট্রেন নং. ১৫৭৬৯/১৫৭৭০ (আলিপুরদুয়ার জংশন-লামডিং-আলিপুরদুয়ার জংশন) ইন্টারসিটি এক্সপ্রেস-এর পরিষেবা লামডিং থেকে মরিয়নি পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ১৬ জুনএই ট্রেনগুলির সম্প্রসারণ কার্যকর হবে। ১৩১৭৩ ( শিয়ালদহ – সাব্রুম) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামীকাল ১৬ জুন, থেকে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার সকাল ৬ টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে রওনা দিয়ে প্রত্যেক বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবারে রাত ৮ টায় সাব্রুম পৌঁছবে। ১৩১৭৪ (সাব্রুম-শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১৮ জুন, থেকে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবারে সকাল ৬ টা ২০ মিনিটে সাব্রুম থেকে রওনা দিয়ে প্রত্যেক বুধবার, শুক্রবার, রবিবার ও সোমবারে সন্ধ্যা৭ টা ২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। এই সম্প্রসারণের ফলে, ত্রিপুরার দক্ষিণাঞ্চলের যাত্রীরা কলকাতার সাথে সরাসরি সংযোগ পাবেন। রোগীরা, ব্যবসায়ী, শিক্ষার্থী, খুবই উপকৃত হবেন। নিচে টাইম টেবিল দেখুন।

Loading