সোমালিয়া ওয়েব নিউজ: আসামের যোরহাট জেলার এবং দক্ষিণ ত্রিপুরা জনসাধারণের দীর্ঘদিনের দাবী পূরণ করতে চলেছে। ১৫৭৬৯ (আলিপুরদুয়ার জংশন-মরিয়নি) ইন্টারসিটি এক্সপ্রেস দৈনিক ভিত্তিতে আগামী ১৬ জুন, থেকে ভোর ৩ টে ৪৫মিনিটে আলিপুরদুয়ার জংশন থেকে রওনা দিয়ে ঐ দিনেই রাত ৮ টায় মরিয়নি পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ১৫৭৭০ (মরিয়নি-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস দৈনিক ভিত্তিতে ১৭ জুন, থেকে সকাল ৯ টা ১৫ মিনিটে মরিয়নি থেকে ছেড়ে ওই দিন রাত ১২ টা ৫০ মিনিটে আলিপুরদুয়ার জংশন পৌঁছাবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা যাচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেল ১৩১৭৩/১৩১৭৪ (শিয়ালদহ – আগরতলা – শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-এর পরিষেবা আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত এবং ট্রেন নং. ১৫৭৬৯/১৫৭৭০ (আলিপুরদুয়ার জংশন-লামডিং-আলিপুরদুয়ার জংশন) ইন্টারসিটি এক্সপ্রেস-এর পরিষেবা লামডিং থেকে মরিয়নি পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ১৬ জুনএই ট্রেনগুলির সম্প্রসারণ কার্যকর হবে। ১৩১৭৩ ( শিয়ালদহ – সাব্রুম) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামীকাল ১৬ জুন, থেকে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার সকাল ৬ টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে রওনা দিয়ে প্রত্যেক বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবারে রাত ৮ টায় সাব্রুম পৌঁছবে। ১৩১৭৪ (সাব্রুম-শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১৮ জুন, থেকে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবারে সকাল ৬ টা ২০ মিনিটে সাব্রুম থেকে রওনা দিয়ে প্রত্যেক বুধবার, শুক্রবার, রবিবার ও সোমবারে সন্ধ্যা৭ টা ২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। এই সম্প্রসারণের ফলে, ত্রিপুরার দক্ষিণাঞ্চলের যাত্রীরা কলকাতার সাথে সরাসরি সংযোগ পাবেন। রোগীরা, ব্যবসায়ী, শিক্ষার্থী, খুবই উপকৃত হবেন। নিচে টাইম টেবিল দেখুন।


More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা