সোমালিয়া সংবাদ, গোঘাট: মদের ভাটিতে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করে দিল পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাট-১ নম্বর ব্লকের মথুরা গ্রামে। নেতৃত্বে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি নিরুপম মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী এবং গোঘাট ও আরামবাগের দায়িত্বপ্রাপ্ত আবগারি দপ্তরের আধিকারিক সুভাষ হালদার ও অন্যান্য কর্মীরা। তাঁরা এদিন অতর্কিতে ওই গ্রামে অভিযান চালান। তারপর ওই গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেগুলি নষ্ট করে দেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি