October 6, 2025

চোলাই ভাটিতে পুলিশ ও আবগারি দপ্তরের অভিযান

সোমালিয়া সংবাদ, গোঘাট: মদের ভাটিতে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করে দিল পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাট-১ নম্বর ব্লকের মথুরা গ্রামে। নেতৃত্বে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি নিরুপম মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী এবং গোঘাট ও আরামবাগের দায়িত্বপ্রাপ্ত আবগারি দপ্তরের আধিকারিক সুভাষ হালদার ও অন্যান্য কর্মীরা। তাঁরা এদিন অতর্কিতে ওই গ্রামে অভিযান চালান। তারপর ওই গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেগুলি নষ্ট করে দেন।

Loading