December 1, 2025

নতুন ফৌজদারি আইনে মহিলাদের ক্ষমতায়ন

সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডিজিটাল বিপ্লবের মাধ্যমে নতুন ফৌজদারি আইনে e – FIR, জিরো FIR এবং ডিজিটাল চার্জশিট ব্যবস্থাকে আনা হয়েছে। e – FIR ও ইলেকট্রনিক উপায়ে বিবৃতি জমা দেওয়ার সুযোগ থাকায়, মহিলাদের সুবিধে হবে।নতুন ফৌজদারি আইন মহিলাদের ক্ষমতায়ন সুনিশ্চিত করে। নতুন ফৌজদারি আইনে ধর্ষনের শিকার হওয়া কোনো মহিলার বয়ান, মহিলা পুলিশ আধিকারিক দ্বারা লিপিবদ্ধ করার বিধান রয়েছে; নয়তো বয়ান দেওয়ার সময় তার অভিভাবক বা আত্মীয়ের উপস্থিত থাকবে তারও বিধান রয়েছে। ভারত সরকারের নতুন তিনটি ফৌজদারি আইন ১)ভারতীয় ন্যায় সংহিতা, ২)ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ৩) ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিষয়ে প্রেস ইনফরমেশন ব্যুরোর ব্যবস্থাপনায় কলকাতা প্রেসক্লাবে গতকাল হয়েগেলো এক দিনের কর্মশালা। বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস এর অধ্যাপক ফয়জল ফাসিহ। উদ্বোধনী ভাষণ দেন প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক শম্ভূনাথ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর ও সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শিবদাস সিকদার। নতুন ফৌজদারি আইনে, আদালতে বিচার প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার বিধান রয়েছে।শুনানি শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে রায় দেওয়ার সংস্থান রয়েছে। নতুন ফৌজদারি আইনে ন্যায় বিচার প্রদানে প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ডিজিটাল সাক্ষ্য প্রমাণকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। নিপীড়িতদের স্বার্থের কথা মাথায় রেখে নতুন ফৌজদারি আইন তৈরি করা হয়েছে এবং তাদের সশরীরে থানায় যাওয়ার কোন প্রয়োজন পড়বে না।

Loading