সোমালিয়া ওয়েব নিউজ: কেন্দ্র সরকার ২০২৪-২৫ চলতি অর্থবর্ষের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) কুইন্টাল প্রতি ২৮৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩৩৫ টাকা করেছে। সরকারি উদ্যোগে পাটজাত পণ্যের রফতানিতে জোর দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রক। মুর্শিদাবাদ জেলায় রাজ্যের সব থেকে বেশি পাট উৎপাদন হয়৷ এমএসপি বাড়ানোয় মুর্শিদাবাদের পাট চাষীরা সন্তোষ প্রকাশ করেছেন। এই বছর ১ লক্ষ ১৭ হাজার হেক্টর জমিতে পাট চাষ করেছেন মুর্শিদাবাদের কৃষকেরা। পাট বিক্রি করে লোকসানের মুখে না পড়েন, তা নিশ্চিত করতেই তাঁদের থেকে এমএসপিতে পাট কেনে কেন্দ্র।
![]()

More Stories
বস্তায় আদা চাষ নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর
ফসলের পোকা দমনে মেহগনি গাছের বীজ থেকে জৈব কীটনাশক তৈরির পদ্ধতি
পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে রেকর্ড, ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ উৎপাদন