সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব রেল আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে, শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন চালাবে। অতিরিক্ত ৮ হাজার ৩০০ টি বার্থের ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে।
০৩৪১৯ মালদা টাউন – ট্রেনটিতে স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে। মালতীপতপুর স্পেশাল আগামী চৌঠা জুলাই ও ১১ ই জুলাই ২টি ট্রিপের জন্য মালদা টাউন থেকে সকাল সাড়ে ৯ টায় ছাড়বে এবং পরের দিন ভোর ৩ টে ৫৫ মিনিটে মালতীপতপুর পৌঁছাবে। ০৩৪২০ মালতীপতপুর– মালদা টাউন স্পেশাল আগামী ৫ জুলাই এবং ১২ জুলাই ২ টি ট্রিপের জন্য সকাল ৬ টায় মালতীপতপুর থেকে ছাড়বে ও ট্রেনটি একই দিনে রাত ১১ টা ৪৫ মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। উভয় দিকেযাতায়াতের পথ ট্রেনটি রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বনপুরা, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। ইন্টারনেটের মাধ্যমে ট্রেন গুলিতে আসন সংরক্ষণ করা যাবে।
০৩১০১ শিয়ালদহ– ট্রেনটিতে স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে। খুরদা রোড স্পেশাল আগামী ৬ জুলাই ও ১৩ জুলাই দুটি ট্রিপের জন্য শিয়ালদহ থেকে রাত ১২টা ০৫ মিনিটে ছাড়বে এবংওই দিনেই সকাল সাড়ে ৮ টায় খুরদা রোডে পৌঁছবে। ০৩১০২ খুরদা রোড-শিয়ালদহ স্পেশাল আগামী ৬ জুলাই ও ১৩ জুলাই পর্যন্ত ২ টি ট্রিপের জন্য খুরদা রোড থেকে বিকাল ৪টে ৪০ মিনিটে ছাড়বে এবং পরের দিন রাত দুটোয় শিয়ালদহ পৌঁছবে। যাতায়াতের পথে ট্রেনটি উভয় দিকে আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে।
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা