সোমালিয়া ওয়েব নিউজ: চুক্তিভিত্তিক শিক্ষা দফতরের কর্মীদের এককালীন অবসর ভাতা বাড়ছে। প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এস.এস.কে, এম.এস.কে-র শিক্ষাকর্মীদের এককালীন অবসর ভাতা ২-৩ লক্ষ টাকা থেকে বেড়ে হল ৫ লক্ষ টাকা। আজ একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন।

![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা