সোমালিয়া সংবাদ, খানাকুল: খানাকুলে এবারের নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী হলেন তৃণমূল কংগ্রেসের মুন্সি নজবুল করিম ও বিজেপির সুশান্ত ঘোষ। গত লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। কিন্তু তারপর থেকে এই বিধানসভার দুটি ব্লকেই বিজেপি তাদের সাংগঠনিক ক্ষমতা অনেকটাই শক্তিশালী করেছে। তাই এবার এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে জোর লড়াই হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। কিন্তু জনসংযোগের ক্ষেত্রে তৃণমূল প্রার্থী নজবুল করিম অনেকটাই এগিয়ে রয়েছেন। সারা বছর তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে থাকেন তাতে জয়ের ব্যাপারে তাঁর কোন সংশয় নেই বলে তিনি জানিয়েছেন। যদিও বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের দাবি, এবারের নির্বাচনে সাধারণ মানুষ বিজেপি প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করবেন। তবে এর বাইরেও এই কেন্দ্রে একটা বড় ভূমিকা পালন করতে চলেছেন সংযুক্ত মোর্চা সমর্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ফাইসাল খান। অনেকেরই ধারণা, তিনি সংখ্যালঘুদের একটা অংশ নিজের ঝুলিতে টানতে পারেন। সেক্ষেত্রে ভোট কাটাকুটি খেলায় সুবিধা হতে পারে বিজেপি প্রার্থীর। যদিও তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিমের দাবি, এই কেন্দ্রে সাম্প্রদায়িক শক্তির কোন ঠাঁই নেই। তাই খানাকুলের মানুষ তৃনমূল ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি