October 5, 2025

কলকাতায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ

সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ কলকাতা ময়দানে NCC ইন্সটিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গ ও সিকিমের এনসিসি ডায়রেক্টরেটের ADG এনসিসির আধিকারিক, প্রশিক্ষক এবং ক্যাডেটদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি দেশ গঠনে এনসিসির ভূমিকার প্রশংসা করেন। ভারতীয় সেনা, বিমান ও নৌ বাহিনীর ক্যাডেটরা যৌথভাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে গার্ড অফ অনারে সম্মানিত করে। পশ্চিমবঙ্গ ও সিকিমের এনসিসির এডিজি মেজর জেনারেল বিবেক ত্যাগী উভয় রাজ্যে এনসিসির প্রশিক্ষণ, অ্যাকাডেমির প্রয়োজনীয়তা সহ বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। কলকাতার কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরি পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ। গতকাল সন্ধ্যায় তিনি কারখানার কার্যপ্রণালী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এরপর উৎপাদন বৃদ্ধি করতে কারখানায় যেসব অত্যাধুনিক সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে এবং পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে সেগুলিও পরিদর্শন করেন। তিনি গান এন্ড শেল ফ্যাক্টরির উৎপাদন সক্ষমতা, আধুনিকীকরণের লক্ষ্যে বর্তমান প্রকল্প এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন এবং কারখানার গুণগতমান ও দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য কারখানার আধিকারিক ও শ্রমিকদের ভূয়সী প্রশংসা করেন।

Loading