October 5, 2025

সীমান্তবর্তী এলাকায় মাওবাদী ও জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই

সোমালিয়া ওয়েব নিউজ: আজ ছত্তিশগড়ের বিজাপুর এবং সুকমা জেলার সীমান্তবর্তী এলাকায় মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে স্পেশাল টাস্কফোর্সের দুই জওয়ান প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন চারজন। লুকিয়ে থাকা মাওবাদীদের সন্ধানে তল্লাশি চালানোর সময় ঐ বিস্ফোরণ ঘটে। আহত দের আকাশ পথের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিকে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এখনও পর্যন্ত এক জঙ্গি মারা পড়েছে।

Loading