October 5, 2025

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আপাতত কোনো ফি বৃদ্ধি হচ্ছে না

সোমালিয়া ওয়েব নিউজ: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আপাতত কোনো ফি বৃদ্ধি হচ্ছে না। গতকাল ছাত্র সংগঠন এসএফআই সূত্রে জানা গেছে, প্রায় ১৪০ ঘণ্টা অবস্থান এবং প্রায় ২০ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী ঘেরাও থাকার পর, প্রেসিডেন্সির পড়ুয়ারা ফি বৃদ্ধি না হওয়ার পক্ষে কর্তৃপক্ষের কাছ থেকে তাদের দাবি আদায় করতে পেরেছে। একই সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও ফি বৃদ্ধির প্রস্তাব এলে সেখানেও পড়ুয়াদের অবহিত না করে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বলে পড়ুয়ারা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। SFI এটিকে আন্দোলনের জয় হিসাবে উল্লেখ করেছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই ফি বৃদ্ধি নিয়ে পড়ুয়াদের মধ্যএ তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল ।

Loading