October 6, 2025

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যের বিদ্যালয়গুলিকে সাজানোর জন্য অৰ্থ প্রদান

সোমালিয়া ওয়েব নিউজ: আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যের বিদ্যালয়গুলিকে সাজানোর জন্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBSSM) প্রাইমারি স্কুলের জন্য৩০০০ টাকা আপার প্রাইমারির জন্য-৫০০০ টাকাও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলকে-৭০০০ টাকা দেওয়ার কথা বলেছে। এসম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে PBSSM জানিয়েছে আগামী ১৩-১৪ আগস্ট ‘বিল্ডিং অ্যাজ লার্নিং এইড’ হিসেবের বিভিন্ন ক্লাসরুমের ভেতর- বাইরে, সিঁড়ি , করিডর , দেওয়াল ডেকোরেটিং করার কথা বলেছে। যার ছবি সংশ্লিষ্ট প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শককে পাঠানোর কথাও বলা হয়েছে।
এদিকে, এই বিজ্ঞপ্তিতে শিক্ষক মহলে সমালোচনা শুরু হয়েছে।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি তথা এসটিইএ’র সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন, বর্তমান সময়ে যা বাজার মূল্য তাতে অতি সামান্য এই বরাদ্দে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাপ ফেলার মত কিছু করা সম্ভব নয়। তিনি অবিলম্বে এই বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু গতবছর একই ভাবে নোটিশ দেওয়ার পর বিদ্যালয় গুলি নির্দেশ অনুযায়ী অর্থ খরচ করে সবকিছু করেছিল। এর জন্য যে অর্থ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই অর্থ আজ পর্যন্ত বিদ্যালয়গুলো পায়নি বলে তাঁর অভিযোগ ।

All Post Graduate Teachers’ Welfare Association এর সম্পাদক চন্দন গড়াই বলেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে কম্পোজিট গ্র‍্যান্টে স্কুল চালানো এমনিতেই ছোট ছোট স্কুলগুলির পক্ষে অসম্ভব ও সমস্যাজনক হয়ে যাচ্ছে। বালা( Building as Learning aid, BaLA)মাধ্যমে নির্দেশিত খরচের জন্য অর্থটি স্কুল শিক্ষা দপ্তরের পৃথকভাবে প্রদান করা উচিত বলে তিনি মনে করেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনন্দ হান্ডা বলেন, ওই বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিকের ক্ষেত্রে ১০০ অথবা তার বেশি ছাত্র থাকলে ৩ হাজার টাকা পাওয়া যাবে। অর্থাৎ ১০০ ছাত্রের চেয়ে কম বিদ্যালের জন্য কোন বরাদ্দ থাকবে না। অথচ রাজ্যের বেশিরভাগ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ৫০ এর নীচে। ফলে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় কোনো অর্থ পাবে না।

Loading