October 5, 2025

প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় চাইছেন

সোমালিয়া ওয়েব নিউজ: বাংলাদেশের সংখ্যালঘু প্রায় ২০০-২৫০ মানুষ জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাপরতলা সীমান্ত চৌকিতে এসে আশ্রয় চেয়েছেন। পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের ঐ বাসিন্দারা জানিয়েছেন, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় চাইছেন তাঁরা।অন্যদিকে, পড়শী দেশে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিএসএফ, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাট কেটে নেওয়ার জন্য কৃষকদের কাছে আবেদন জানিয়েছে। বিশেষ করে গেদে এলাকায় সীমান্তের কাঁটা তারের বেড়ার কাছেই পাট চাষের জমি থাকায় নজরদারির কাজে অসুবিধা হচ্ছে। এই কারণে গ্রামবাসীদের পাট কেটে নেওয়ার লিখিত আবেদন জানিয়েছেন ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডান্ট।

ঢাকায় ভারতীয় হাই কমিশন সেদেশে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে অ্যাডভাইসারি জারি করে স্থানীয়ভাবে যাতায়াত এড়ানোর এবং নিজেদের বসবাসের জায়গা ছেড়ে না বেরোনোর পরামর্শ দিয়েছে। যেকোনো প্রয়োজনে হাই কমিশন ও সহকারি হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে এই অ্যাডভাইসারিতে।হাই কমিশনের জরুরী নয় এমন কর্মীরা আজ বাণিজ্যিক উড়ানে ভারতে ফিরেছেন।

Loading