সোমালিয়া ওয়েব নিউজ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের এক কলেজ পড়ুয়ার ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। দিন কয়েক ধরেই প্রবল জ্বরে ভুগছিল সোহেল রানা নামের বছর ১৯ এর ওই যুবক। গত সোমবার তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পরে। এরপরই তাকে ভর্তি করা হয় সুতির মহেশাইল গ্রামীন হাসপাতালে। অবস্থা অবনতি হওয়ায় গতকাল সোহেলকে উমরপুর তালাই মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। সেখানেই রাতে মৃত্যু হয় তার। চাচন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য বদরুল হকের দাবি, এলাকায় আগেও বেশ কয়েকজনের শরীরে ডেঙ্গুর খোঁজ মিলেছে। মশা মারতে রাসায়নিক স্প্রে করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক