সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের যেসব বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়া হয় সেই সব প্রতিটি বিদ্যালয়ে এখন থেকে শনিবার সহ বিদ্যালয় চলা দিন গুলিতে গরম ও টাটকা খাবার সরবরাহ করা বাধ্যতা মূলক করা হয়েছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রজেক্ট ডাইরেক্টর পিএম পোষণ গতকাল এসম্পর্কে একটি নির্দেশ জারি করেন।ওই নির্দেশ অনুসারে খাবার সরবরাহের নজরদারি চালানোর পাশাপাশি প্রতিদিন বিকেল চারটার মধ্যে মিড ডে মিল গ্রহণকারী ছাত্র – ছাত্রীদের সংখ্যা AMS অর্থাৎ Automated Monitoring System এ জানিয়ে দিতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে মাধ্যমিক শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতি(এসটিইএ)’র সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন , এই বিজ্ঞপ্তির দরুন কোনো বিদ্যালয় যদি সঠিক সময়ে তথ্য দিতে ভুলে যায় সেই দিনের বরাদ্দের বিষয়ে, তাহলে কি হবে, তার উল্লেখ নেই। পাশাপাশি তিনি প্রতিটি পড়ুয়া পিছু বরাদ্দ ২০ টাকা করার দাবি জানান।
All Post Graduate Teachers’ Welfare Association এর সম্পাদক চন্দন গড়াই বলেন, স্কুলে শিক্ষকদেরকে মিড-ডে মিল সহ ২০টির বেশি প্রকল্পে নিযুক্ত করে ছাত্র ছাত্রীদের পঠনপাঠনে সমস্যা তৈরি করছে স্কুল শিক্ষা দপ্তর। সময় না দিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ দ্রব্যমূল্য অনুযায়ী বাস্তবসম্মতভাবে মিড ডে মিলের জন্য বরাদ্দ অর্থ বৃদ্ধির দাবি জানিয়েছে।
মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই দাবি জানিয়ে বলেন, পি এম পোষন প্রকল্পে নির্ধারিত ক্যালরিযুক্ত পুষ্টিকর খাওয়ার দিতে গেলে অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক