সোমালিয়া ওয়েব নিউজ: উত্তরপ্রদেশের কানপুরে সবরমাতি এক্সপ্রেস কমপক্ষে ২০ টি কামরা লাইনচ্যুত হয়েছে। উত্তর মধ্য রেল সূত্রে জানানো হয়েছে, বারানসী থেকে আমেদাবাদগামী সবরমতি এক্সপ্রেস ১৯১৬৮ একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে বেলাইন হয়। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেল চলাচল ব্যাহত। যাত্রীদের জন্য অন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, আইবি পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।অন্যদিকে ফের রাঙ্গাপানিতে দুর্ঘটনার কবলে ট্রেন। ফের রাঙাপানিতে লাইনচ্যুত হল মালবাহী ট্রেন। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে,শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দুটো কামরা লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও আরপিএফ। তবে ইয়ার্ডের মধ্যে হওয়ায় মূল পরিষেবায় কোন ব্যাঘাত ঘটেনি।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর