October 6, 2025

রাজ্যে কোনো আইনশৃঙ্খলাই নেই

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আর জি কর এর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, রাজ্যে কোনো আইনশৃঙ্খলাই নেই। সাধারণ মানুষ, পুলিশ ও অপরাধীর মধ্যে তফাত্ বুঝতে পারছেন না। ঐ তরুণী চিকিত্সকের খুনের ঘটনা যেভাবে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারও কঠোর সমালোচনা করেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার পুনরুদ্ধারের ওপর জোর দিয়ে তিনি সরকারকে জনগণের ন্যায়বিচারের দাবিতে সাড়া দেওয়ার আহ্বান জানান।

Loading