সোমালিয়া ওয়েব নিউজ: মাঙ্কিপক্সের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু, একটি ৬ মাস ব্যাপী আন্তর্জাতিক কৌশল ও কর্মপরিকল্পনার সূচনা করতে চলেছে। বিশ্ব, জাতীয় এবং আঞ্চলিক স্তরে সুসংহত উপায়ে জনগনের মধ্যে এর সংক্রমন ছড়িয়ে পড়া রোধ করাই এই কর্মোদ্যোগের মূল লক্ষ্য। চলতি বছরের সেপ্টেম্বর থেকে আগামী ফেব্রুয়ারী পর্যন্ত গৃহীত এই কর্মসূচীর জন্য খরচ হবে সাড়ে ১৩ কোটি মার্কিন ডলার। কৌশলগত উপায়ে প্রতিষেধক দানের পাশাপাশি উচ্চ ঝুঁকিসম্পন্ন ব্যক্তিদের জন্য সংক্রমন শৃঙ্খল ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে।
![]()

More Stories
শিশুটির হাতে মোবাইল , মোবাইলের স্ক্রিনে রীলস। অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদজ্ঞানহীন রীলস।
মুখে রোগ, ঝুঁকি স্ট্রোকে—২১ বছরের গবেষণায় চমকে দেওয়া তথ্যস্টাফ রিপোর্টা
লিভার ডিটক্স চ্যালেঞ্জ: শরীরের ‘সুপার পাওয়ার হাউস’কে বাঁচাতে করণীয় কী?