সোমালিয়া ওয়েব নিউজ: আফ্রিকী দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে লেককিভুতে নৌকো ডুবির ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, অত্যধিক যাত্রী নিয়ে যাওয়া নৌকাটি একটি বড় ঢেউ এর ধাক্কা সামলাতে না পেরে কিতুকু বন্দরের ৭০০ মিটার দূরে ডুবে যায়। এখনো ৭৮ জন নিখোঁজ বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে।নৌকোটিতে মোট যাত্রীর সংখ্যা এখনো জানা যায়নি। দক্ষিণ কিভুর মিনোভা শহর থেকে নৌকোটি গোমায় যাচ্ছিল।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু