October 5, 2025

খেলা হবে, সেই সঙ্গে থাকবে নকুলদানা, গুড়-বাতাসা এবং চড়াম চড়াম,  পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে রোড শোতে এসে বললেন অনুব্রত মণ্ডল

সোমালিয়া সংবাদ, পুরশুড়া: অন্যায় করি নাই, বাংলার লোক বোকা নয় যে মমতা ব্যানার্জিকে সরিয়ে বাংলাটাকে শেষ করে দেবে। অত বোকা নয়। এখানকার মানুষ বাংলাকে শেষ করতে পারে না। তারা জানে, ৩৪  বছরে কি হাল হয়েছিল। তারপর যদি বাংলায় মমতা ব্যানার্জি না থাকে বাংলাটা শেষ হয়ে যাবে। শুক্রবার বিকেলে পুরশুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে প্রচারে এসে একথা বললেন  তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি এদিন একটি রোড শোতে অংশগ্রহণ করেন। আরামবাগের মায়াপুর থেকে পুরশুড়া মোড় পর্যন্ত এই রোড শো  হয়। সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ যাদব। তিনি বলেন, এই পুরশুড়া কেন্দ্রের  তৃণমূল প্রার্থী কমপক্ষে কুড়ি হাজার ভোটে জিতবে। এছাড়াও আরামবাগ মহকুমার চারটি আসনেই তৃনমূল জয়লাভ করবে। নন্দীগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, সেখানে মমতা ব্যানার্জি বড়় ব্যবধানে জয়ী হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। রাতে শুভেন্দু অধিকারী আবার রিগিংয়ের  অভিযোগ করছে বলেও তিনি বিদ্রুপ করেন। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে তৃণমূল কত আসন পাবে জিজ্ঞাসা করা হলে অনুব্রত মণ্ডল বলেন, মোট ৬০টি আসনের মধ্যে প্রথম দফায় কমপক্ষে ২৫ টি ও দ্বিতীয় দফায় ২৬টি আসন পাবে। এদিন তিনি বলেন, খেলা হবে। প্রচণ্ড গরম পড়েছে, নকুলদানাও হবে, গুড় বাতাসাও হবে। চড়াম চড়ামও হবে। এদিন তিনি বলেন, মোট ২২০ থেকে ২৩০ টা গোল দেব। এদিন এই রোড শো-কে কেন্দ্র করে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারে অসংখ্য মানুষ ভিড় করেছিলেন। তাঁরা সকলেই অনুব্রত মণ্ডলের পাশাপাশি প্রার্থী দিলীপ যাদবকে ফুল  ছুুঁড়ে অভ্যর্থনা জানান।

Loading