October 6, 2025

ফাইল চিত্র

ভোট কর্মীদের ব্যাপারে আরও মানবিক হোক নির্বাচন কমিশন

সোমালিয়া ওয়েব নিউজ: এত বড় নির্বাচন প্রক্রিয়া চলছে তাতে প্রতিটি ভোট কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ। তাই তাদের বিষয়ে আরো মানবিক হতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচনের আগে এবং নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত ভোট কর্মীদের নিয়ে বিশেষ করে বুথ স্তরের ভোট কর্মীদের নিয়ে বিশেষ সভার আয়োজন করতে হবে। এর ফলে ভোট কর্মীদের কি কি অসুবিধা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই ভুলগুলি এবং অসুবিধা গুলি যাতে আর না হয় তাই উক্ত বিষয়ে মূল্যায়ন করতে হবে। এর ফলে আগামীদিনে নির্বাচন গুলির ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা সম্ভব হবে।
যে বিষয়গুলির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সেগুলি হল-

সমস্ত নির্বাচন প্রক্রিয়ায় ভোট কর্মীদের ট্রেনিং, ডিউটি তে যাওয়া থেকে শুরু করে নির্বাচন চলা, নির্বাচন শেষ করা এবং মেশিনারি সাব ডিভিশন অফিসে জমা করা কর্মীদের বাড়ি ফেরা পর্যন্ত প্রতিটি ধাপে বিশেষ মোবাইল অ্যাপের ব্যবস্থা এবং মনিটরিং করার খুবই প্রয়োজন।

প্রতিটি বুথের বাইরে এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা ভোট গ্রহণের আগের দিন থেকে ভোটগ্রহণের শেষ পর্যন্ত এমনকি ভোট কর্মীদের বুথ ছাড়ার আগে পর্যন্ত ব্যবস্থা রাখতে হবে। কমিশন যেন এই ভিডিও ফুটেজ সরাসরি দেখতে পায়।

মোবাইল অ্যাপ এ থাকবে ভোট কর্মীদের তথ্য, সিনিয়রদের ফোন নাম্বার, রিপোর্ট পাঠানো রিপোর্ট নেওয়া, ভিডিও বার্তা, অডিও বার্তা, ইমারজেন্সি অবস্থায় চ্যাটিংয়ের ব্যবস্থা, যানবাহনের নাম্বার, কোন যানবাহনে কোন কর্মী যাবে, যা যা লাগে নির্বাচন করতে সমস্ত কিছু অপশন মোবাইলের বিশেষ অ্যাপের মাধ্যমে ভোট কর্মীদের পদ হিসাবে তা ব্যবহারের বিশেষ ব্যবস্থা করতে হবে।

ভোট নেওয়া সম্পূর্ণ হয়ে যাবার পরও ভোট কর্মীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় যানবাহনের জন্য। তারপর আবার মহুকুমা অফিসে লাইন দিয়ে তা জমা করতে হয়। সারাদিন ভোট নেওয়ার পর কর্মীদের খুব কষ্ট হয়।তাই এক্ষেত্রে ডিউটি বা মেশিনারি এবং কাগজপত্র হ্যান্ড ওভার এর ক্ষেত্রে অন্য ভোট কর্মীদের নিয়োগ করলে ভালো হয়।যাদের কাজ হবে ভোট হয়ে যাবার পরেই সরাসরি বুথে পৌঁছে মেশিনারি এবং কাগজপত্র নিয়ে মহকুমা অফিসে জমা করা। এর ফলে বুথ লেভেল এর যে ভোট কর্মীরা সারাদিন ধরে ভোট করালেন তাদের কষ্ট কিছুটা কমবে এবং সেখান থেকেই তাদের নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা করতে হবে।একইভাবে বুথ স্তরের কর্মীদের হাতে মেশিনারি কাগজপত্র না পাঠিয়ে, অন্য কর্মীদের মারফত প্রতিটি বুথে বুথে মেশিনারি ও কাগজপত্র নিরাপত্তা দিয়ে পৌঁছে দিতে হবে।প্রতিটি বুথ আগে থেকে সার্ভে করতে হবে এবং দেখতে হবে সেখানে পর্যাপ্ত পরিমাণে জল ,বাথরুম, বেডিং,লাইট, ফ্যান, চার্জিং এর পয়েন্ট,24 ঘন্টা ইলেকট্রিক ইত্যাদির ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা। না থাকলে তা ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীদের পৌঁছানোর আগেই সম্পূর্ণ বন্দোবস্ত করে ফেলতে হবে। ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছানোর রাস্তা কেমন অর্থাৎ বড় বা মাঝারি যানবাহন চলাচলের ক্ষেত্রে উপযুক্ত কিনা সেটা অাগে থেকে সার্ভে করে নিতে হবে।

ভোট কর্মীদের জন্য খাবার এবং রান্নার ব্যবস্থা কমিশনকেই করতে হবে। প্রয়োজনে রাধুনী কর্মীর ব্যবস্থা রাখতে হবে। ভোট চলাকালীন মাঝে ভোট কর্মীদের স্নান ও খাবার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে।

যেকোনো ভোট কর্মী অসুস্থ হয়ে গেলে বা তার বাড়ির কেউ অসুস্থ হলে, মারা গেলে ইত্যাদি বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে তৎক্ষণাৎ রিলিজ করে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তৎক্ষণাৎ তার পরিবর্তে রিজার্ভে থাকা অন্য ভোট কর্মীকে নিয়োগ করতে হবে। এই বিষয়ে আরো মানবিক এবং একটিভ হতে হবে কমিশনকে। ভোট কর্মীদের প্রাথমিক চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

প্রতিটি নির্বাচনি বুথ আগে থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে বিশেষ করে ভোট কর্মীদের থাকার ও খাওয়ার জায়গা, বাথরুম ইত্যাদি।

Loading