October 5, 2025

তৃণমূল কর্মীর দোকানে ভাঙচুর ও তৃণমূল প্রার্থী ব্যানার ছেঁড়ার অভিযোগ

সোমালিয়া সংবাদআরামবাগ: ভোট যতই আগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে চলেছে। বুধবার রাতে আরামবাগের এক তৃণমূল কর্মীর দোকানে ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার দু’নম্বর ওয়ার্ডের মনসাতলায়। বিকাশ সিংহরায় নামে ওই তৃণমূল কর্মীর অভিযোগ, এলাকাতে তাঁর একটি লটারির দোকান আছে। সকালে তিনি জানতে পারেন, তাঁর দোকানে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। দোকানে থাকা বেশ কয়েক হাজার টাকা দুষ্কৃতীরা নিয়ে চম্পট দিয়েছে। তিনি জানান, কয়েকদিন ধরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে হুমকি দিচ্ছিল। তারপরেই এই ঘটনা ঘটায়। এর প্রতিবাদে স্থানীয় তৃণমূল কর্মীরা ওই এলাকায় আরামবাগ-বন্দর প্রধান সড়ক অবরোধ করেন। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন নন্দী। অন্যদিকে আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে টাঙানো ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অঞ্চল সভাপতি কাঞ্চন মুন্সির অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। এর প্রতিবাদে আরামবাগ-বর্ধমান রাস্তার বাতানলে  স্থানীয় তৃণমূল কর্মীরা পথ অবরোধ করেন। এ প্রসঙ্গে তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, বিজেপি বুঝতে পেরেছে মানুষ তাদের পাশে নেই। তাই তারা হিংসার আশ্রয় নিয়ে নির্বাচনে জিততে চাইছে। কিন্তু মানুষ সংঘবদ্ধভাবে তা রুখে দেবে। যদিও বিজেপির পক্ষ থেকে দুটি অভিযোগই অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

Loading