সোমালিয়া ওয়েব নিউজ: পরিযায়ী শ্রমিকদের আবাস যোজনার সমীক্ষার সময় তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কাজের সূত্রে যারা বাইরে থাকে, তাদের পরিবারের কোনো সদস্য তথ্য যাচাইয়ের সময় উপস্থিত থাকলেই বাড়ি তৈরির প্রথম পর্যায়ের অর্থ দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের অর্থ প্রদানের আগে সমীক্ষার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্যতামূলক সশরীরে উপস্থিত থাকতে হবে। উপনির্বাচনের কারণে, ৫টি জেলা বাদে বাকি সব জেলায় আবাস যোজনার চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষার সময়ে তালিকায় নাম থাকা উপভোক্তাদের তাঁদের বর্তমান বাড়ির সামনে শারীরিক উপস্থিত থাকা বাধ্যতামূলক। সমীক্ষার সময়ে উপভোক্তার ছবি, তাঁর বাড়ির ছবি সহ পোর্টালে আপলোড করা হচ্ছে। আছে জিও ট্যাগিং এর ব্যবস্থা।কিন্তু সমীক্ষার শুরু থেকেই পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে সমস্যা শুরু হয়।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক