সোমালিয়া ওয়েব নিউজ: আজ বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর ১৬৬ তম জন্মবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। পদার্থ বিজ্ঞান, বেতার, জীব বিজ্ঞানী ও কল্প বিজ্ঞান রচয়িতা ও কলকাতায় বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আজ রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সেন্টেনারি কলেজ রহড়ায় “ইউথ এন্ড রেডিও” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। জগদীশের আঠারো মাসের সেই গবেষণার মধ্যে মুখ্য ছিল অতিক্ষুদ্র তরঙ্গ নিয়ে গবেষণা৷ ১৮৯৫ সালে তিনি অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোন তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণে সফলতা পান৷ ১৮৮৭ সালে বিজ্ঞানী হের্ৎস প্রত্যক্ষভাবে বৈদ্যুতিক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন৷ এ নিয়ে আরও গবেষণা করার জন্য তিনি চেষ্টা করছিলেন যদিও শেষ করার আগেই তিনি মারা যান৷ জগদীশচন্দ্র তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে সর্বপ্রথম প্রায় ৫ মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট তরঙ্গ তৈরি করেন৷ এ ধরনের তরঙ্গকেই বলা হয় অতি ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ৷ আধুনিক রাডার, টেলিভিশন এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে এই তরঙ্গের ভূমিকা অনস্বীকার্য৷ মূলত এর মাধ্যমেই বর্তমান বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান ঘটে থাকে ৷
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক