সোমালিয়া ওয়েব নিউজ: বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ গোঘাট স্টেশনের উপর নির্ভরশীল। এরমধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য এলাকা হুগলি জেলার কামারপুকুর, বাঁকুড়ার জয়রামবাটি, পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর। গোঘাট স্টেশন থেকে কলকাতা যাওয়ার ট্রেন শুরু সকাল সাড়ে সাতটায়, শেষ ট্রেন স্টেশনে এসে পৌঁছায় রাত্রি ন’টায়। নিত্যযাত্রী ও এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই স্টেশনের ওপর এতটাই বিস্তীর্ণ এলাকার মানুষ নির্ভরশীল যে সারা দিনের ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। সকালে ভোরের দিকে কয়েকটি এবং রাত্রে নটার পর থেকে বারোটা পর্যন্ত বিশেষ কয়েকটি ট্রেন চালানো হোক। এর সাথে কয়েকটি গেল পিং ট্রেন চালানোর দাবিও আছে। গোঘাট স্টেশনে পর্যাপ্ত আলো এবং পানীয় জলের ব্যবস্থা করার প্রয়োজন আছে। স্টেশন এবং স্টেশন চত্তর অত্যন্ত অপরিষ্কার হয়ে থাকে, প্লাটফর্মে বাথরুম অত্যন্ত নিম্নমানের ব্যবহারের অনুপযুক্ত,নিয়মিত পরিষ্কার হয় না বললেই চলে, বিশেষ করে মহিলা যাত্রীরা চরম দুর্ভোগে। অভিজ্ঞ মহল মনে করছে রেল দপ্তরের আধিকারিকদের উদাসীনতার জন্যই গোঘাট স্টেশনের এমন অবস্থা।


![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য