December 1, 2025

বোরো চাষের জন্য জল দেবে  DVC

সোমালিয়া ওয়েব নিউজঃ গতবারের তুলনায় এবার ১০ হাজার একর বেশি জমিতে জল মিলবে। পূর্ব বর্ধমানের জেলাপরিষদের সেচ কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল জানিয়েছেন, এবারে রবি মরশুমের জন্য আগামী ৫ই জানুয়ারী থেকে পাঁচ ফেব্রুয়ারী পর্যন্ত জল দেওয়া হবে। বোরো চাষের জন্য পর্যায়ক্রমে জল দেওয়া হবে ২৬শে জানুয়ারী থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। দুই বর্ধমান সহ বাঁকুড়া, হাওড়া, হুগলী এই পাঁচ জেলায় রবি ও বোরো চাষের জন্য ২ লক্ষ ৯ হাজার একর ফিট জল দেবে  DVC। এর ফলে পাঁচ জেলা ৬৬ হাজার ৬৫০ একর জমিতে বোরো চাষের জল পাবে। পূর্ব বর্ধমানের ৩৭ হাজার একর জমিতে বোরোর জন্য জল পাওয়া যাবে।
কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় গতবারে ১ লক্ষ ৭১ হাজার হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছিল। এবার আরো ৫ হাজার হেক্টর বেশি জমিতে বোরো লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Loading