সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে অনুপ্রবেশে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনী- BSF’ই, সাহায্য করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। গতকাল তিনি নবান্নে প্রশাসনিক বৈঠকে বলেন, BSF-এর সঙ্গে রাজ্য পুলিশের একাংশের মদতে মালদা, নদীয়া দিয়ে এধরণের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা খুন করে পালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে এর আগে অনুপ্রবেশ নিয়ে বেশ কয়েকবার চিঠি পাঠানো হলেও তার উত্তর পাওয়া যায়নি বলে মুখ্যমন্ত্রীর দাবি। তিনি আরো একটি চিঠি দেবেন বলে জানিয়েছেন। বৈঠকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কোচবিহারে দিল্লি পুলিশ কিভাবে পরিযায়ী শ্রমিকদের তথ্য যাচাই করছে, জেলা পুলিশ সুপারের কাছে তা’ জানতে চান। সন্তোষজনক উত্তর না মেলায় পুলিশ সুপারকে ভৎসনাও করেন মমতা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভোট ব্যাংকের স্বার্থে বাংলাদেশি অনুপ্রবেশকে মদত দিচ্ছেন, আর এখন অনুপ্রবেশ নিয়ে কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা গিরিরাজ সিং মন্তব্য করেছেন। বিএসএফ বাংলাদেশ থেকে এ রাজ্যে অনুপ্রবেশ করাচ্ছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে গিরিরাজ গতকাল পাল্টা প্রশ্ন তোলেন, অনুপ্রবেশ নিয়ে এত উদ্বিগ্ন হলে মুখ্যমন্ত্রী রাজ্যে সিএএ বলবৎ করছেন না কেন ও এনআরসির বিরোধিতা করছেন কেন। জন্মসূত্রে রাজ্যে বসবাসকারী মুসলিমদের থেকেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের সংখ্যা রাজ্যে বেড়েছে ও অবৈধভাবে তারা এদেশের পরিচয়পত্রও পেয়েছে বলে গিরিরাজ অভিযোগ করেন।
1000 10 total views , 1000 1 views today
More Stories
শিয়ালদহ ডিভিশনে থুতু ফেলে জরিমানা, এপ্রিল মাসে আদায় ৭ লক্ষ টাকারও বেশি
‘বাংলার বাড়ি’ প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি, ব্যয় প্রায় ৪,৮০০ কোটি টাকা
মুর্শিদাবাদের দাঙ্গা কবলিতদের পাশে রাজ্য সরকার, নতুন মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর