October 6, 2025

বাংলাদেশ থেকে সাগরদ্বীপে ফিরেছেন ৯৫ জন মৎস্যজীবী

সোমালিয়া ওয়েব নিউজঃ ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় দু-দেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া গতকালই সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে সাগরদ্বীপে ফিরেছেন ৯৫ জন মৎস্যজীবী। ফিরেছে মৎস্যজীবীদের আটক ৬-টি ট্রলারও। অন্যদিকে, ভারত থেকে বাংলাদেশে ফিরলেন ৯০ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে দুই তরফেই এই মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়েছিল। বাংলাদেশজুড়ে সাম্প্রতিক হিংসার পরিস্হিতিতে জেলবন্দি ভারতীয় মৎস্যজীবীদের পরিবারগুলি বেশ দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। সম্প্রতি দু-দেশের বিদেশ মন্ত্রকের আলোচনায় মৎস্যজীবীদের বিষয়টিও উঠে আসে। মুক্ত ভারতীয় মৎস্যজীবীরা আজ সকালে গঙ্গাসাগরের এক নম্বর স্নান ঘাটে এসেছেন বাংলাদেশে মুক্ত হয়ে ফেরা কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা ৯৫ জন মৎস্যজীবী। উপকূল রক্ষী বাহিনীর ঘেরাটোপে চারটি ট্রলারে চেপে গঙ্গাসাগরের উপকূলে পৌঁছান মৎস্যজীবীরা। সেখানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুপুরে গঙ্গাসাগরে এসে পৌঁছান। তিনি বাংলাদেশের জেল থেকে মুক্তি পাওয়া ৯৫ জন মৎস্যজীবীর হাতে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য ও কিছু উপহার তুলে দেন।

Loading