October 5, 2025

রেশন ডিলারদের ডেপুটেশন


সোমালিয়া সংবাদ, আরামবাগ: একগুচ্ছ সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সোমবার আরামবাগ মহকুমা খাদ্য অফিসে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন, সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন মহকুমার বিভিন্ন প্রান্তের রেশন ডিলাররা এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। তাঁদের দাবিগুলি ছিল–
১) দুয়ারে রেশনের শুরু থেকেই দুয়ারে রেশন দেওয়ার অসুবিধা গুলি আমরা ব্যাখ্যা করে চেষ্টা করেছি। দুয়ারে রেশন NFSA আইন বিরোধী।
২) ন্যূনতম নিট আয় এবং মুদ্রাস্ফীতি সমন্বয়: FPS ডিলাররা প্রতি মাসে ন্যূনতম ৫০,০০০ টাকা নিশ্চিত নিট আয় দাবি করে। উপরন্তু, আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার জন্য মুদ্রাস্ফীতি সূচকের উপর ভিত্তি করে এই পরিমাণ পর্যায়ক্রমে সংশোধন করা উচিত।
৩) EPOS মেশিন এবং নেটওয়ার্ক পরিষেবার মসৃণ কার্যকারিতা:
PDS কার্যক্রমকে প্রতিকূলভাবে প্রভাবিত করে এমন ঘন ঘন ব্যাঘাত এড়াতে EPOS মেশিন এবং নেটওয়ার্ক পরিষেবাগুলিকে সুগম করতে হবে।
৪) EPOS ব্যাঘাতের কারণে সব থেকে বেশি সমস্যা হচ্ছে।
৫) TPDS নিয়ন্ত্রণ আদেশ ২০২৪ এর জরিমানা এবং জরিমানা প্রত্যাহার:
TPDS নিয়ন্ত্রণ আদেশ ২০২৪ এর জরিমানা এবং জরিমানা প্রত্যাহার করতে হবে কারণ তারা FPS ডিলারদের উপর অযথা বোঝা চাপিয়ে দেয়।
৬) ব্লুটুথ-সংযুক্ত ওজন মেশিনের জন্য কমিশন: ব্লুটুথ-সংযুক্ত ওজন মেশিন পরিচালনার জন্য ডিলারদের প্রতি কুইন্টালে ২১ টাকা কমিশন প্রদান করতে হবে।
৭) ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া পিডিএস পণ্য ফেরত: এফপিএস ডিলারদের শাস্তি না দিয়ে আটা এবং অন্যান্য পিডিএস পণ্যের ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া প্যাকেট ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা স্থাপন করতে হবে। ডিস্ট্রিবিউটার কে রেশন দোকানের সামনে রেশন দ্রব্য ওজন করে রেশন দোকানে ডেলিভারি করতে হবে।
৮) পণ্যের গুণমান উন্নত: পিডিএসের অধীনে বিতরণ করা আটার মান উন্নত করতে হবে। অতিরিক্তভাবে, প্রতিটি ব্যাগে ৪৭.৫ কেজি আটার ৫০টি প্যাকেট থাকা উচিত, যেমনটি বাধ্যতামূলক। রেশন দ্রব্য কুইন্টাল পিছু এক কেজি করে হ্যান্ডেলিং লস দিতে হবে।
রেশন দোকানের সামনে ওজন করে ডিস্ট্রিবিউটর কে মাল ডেলিভারি করতে হবে।।
৯) ম্যানুয়াল অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ বাতিল: যেহেতু পিডিএস সিস্টেম এখন কম্পিউটারাইজড, তাই অপ্রয়োজনীয় কাজের চাপ কমাতে ম্যানুয়াল অ্যাকাউন্ট বই রক্ষণাবেক্ষণ বাতিল করা উচিত।
স্টকের সমস্যা, স্টক কাটা অবিলম্বে বন্ধ করে ঘাটতি রেশন দ্রব্য অ্যালটমেন্ট দিতে হবে।
বায়োমেট্রিক পদ্ধতি দিয়ে রেশন বিলিবন্টন হচ্ছে, তাই রেশন ডিলারদের ধমকানো চমকানো অর্থাৎ থ্রেট কালচার বন্ধ করতে হবে।
এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার রেশন ডিলার সংগঠনের সম্পাদক শেখ মানোয়ার আলী, সভাপতি দিলীপ ঘোষ, হুগলি জেলা সহ-সম্পাদক নয়ন চন্দ্র ভৌমিক, হিসাব রক্ষক পার্থ সারথি হাজরা,দেবাশীষ কোলে, সোমনাথ সামুই, বিশিষ্ট গ্রামীন প্রাথমিক চিকিৎসক এবং ডিলার মানস সামন্ত ও অন্যান্য সাধারণ ডিলার ও নেতৃত্ববৃন্দ।

Loading