সোমালিয়া ওয়েব নিউজঃ আজ সাগর থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নতিকল্পে মোট ৩০টি প্রকল্পের শুভ উদ্বোধন এবং ১৯টি প্রকল্পের শুভ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, যার আনুমানিক আর্থিক মূল্য যথাক্রমে ১৫৩ কোটি টাকা ও ৬১ কোটি টাকা। যার মধ্যে সাগর ব্লকে ১৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পাথরপ্রতিমা, গোসাবা ও নামখানা ব্লকে ১২টি জেটি, ক্যানিং বাস টার্মিনাসের মানোন্নয়ন, মনি, সুন্দরিকা-দ্বারিকা, পিয়ালী নদীর উপর ৩টি সেতুর উদ্বোধন প্রভৃতি উল্লেখযোগ্য। এর ফলে প্রায় ১৯ লক্ষ সাধারণ মানুষ উপকৃত হবেন।
এই মেলায় আগত সকল পুণ্যার্থীর সুবিধার্থে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে লাইন টেনে সাগর অবধি করে দেওয়া হয়েছে। এছাড়াও, ৩টি স্থায়ী হেলিপ্যাড, সুলভ মূল্যে কলকাতা থেকে গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা, ২,২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি, ১২ হাজারের বেশি শৌচালয়ের মত সুব্যবস্থা আছে। পাশাপাশি, অসুস্থ মানুষের জন্য ১টি এয়ার অ্যাম্বুলেন্স, ৪টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং ১০০টি সাধারণ অ্যাম্বুলেন্স থাকবে। এই বছরের মেলাকে ইকো ফ্রেন্ডলি এবং গ্রিন মেলায় রূপান্তরিত করার লক্ষ্যে, সকল পুণ্যার্থীকে পুজোর সামগ্রী দেওয়া হবে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক