সোমালিয়া ওয়েব নিউজঃ আজ রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ মামলার সুপ্রিম কোর্টে শুনানি থাকলেও সবকটিই পিছিয়ে গেছে। SSC চাকরি বাতিল সংক্রান্ত শুনানির পরবর্তী দিন স্থির হয়েছে আগামী ১৫ই জানুয়ারি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সব পক্ষকে পরবর্তী শুনানির মধ্যে হলফনামা জমা দিতে বলেছেন। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চে আজ OBC শংসাপত্র মামলার শুনানি হওয়ার কথা ছিল।এরফলে গত ২২শে মে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর থেকে রাজ্যের ইস্যু করা সব OBC সার্টিফিকেট বাতিলের যে নির্দেশ দিয়েছিল, তা আপাতত বজায় রইল। এই মামলা আগামী ২৮শে জানুয়ারি শুনানির দিন স্থির হয়েছে। অন্যদিকে, আজ শীর্ষ আদালতে পিছিয়ে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের DA সংক্রান্ত মামলার শুনানিও।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে