October 5, 2025

রিয়্যালিটি শো’-র প্রলোভন দেখিয়ে ঢাকা থেকে নারী পাচারের চেষ্টা, যাবজ্জীবন কারাদণ্ড তিনজনের

সোমালিয়া ওয়েব নিউজঃ রিয়্যালিটি শো’-র প্রলোভন দেখিয়ে ঢাকা থেকে নারী পাচারের চেষ্টা, যাবজ্জীবন কারাদণ্ড তিনজনের বয়স মাত্র ১৭, কতই বা বোধবুদ্ধি! এপার বাংলার টেলিভিশনে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ অংশগ্রহণ করার লোভ সামলানো অসম্ভব হয়ে পড়ে ঢাকার রমনা থানা এলাকার বাসিন্দা মেয়েটির পক্ষে। সেই লোভেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এপারে আসতে রাজি হয়ে যায় সে, সঙ্গে জসিম মণ্ডল (২৩) এবং বকুল মণ্ডল (৩১) নামে দুই নারী পাচারকারি। যারা নিজেদের পরিচয় দিয়েছিল রিয়্যালিটি শো-র ব্যবস্থাপক হিসাবে। উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন বড় শহরে রমরমিয়ে চলা মধুচক্রে তাকে বিক্রি করে দেওয়া।

২০২১ সালের ৩১ অগস্ট ভোর চারটে নাগাদ রাণাঘাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত ধানতলা থানা এলাকায় ঝোড়পাড়া গ্রামে বিএসএফ-এর হাতে আটক হয় সেই মেয়ে এবং আরও কয়েকজন অনুপ্রবেশকারী। মেয়েটির বয়ানের ভিত্তিতে এরপর গ্রেফতার হয় পেট্রাপোল থানা এলাকার বাসিন্দা জসিম এবং বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা বকুল। এক বিএসএফ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে ধানতলা থানায় রুজু হয় মামলা।

মামলায় প্রথম তদন্ত করেন ধানতলা থানার ইনস্পেকটর শ্রীকান্তকুমার দাস, পরবর্তীতে তদন্ত চলে যায় সিআইডি-র মানব পাচার প্রতিরোধ বিভাগের অ্যাডিশনাল ওসি ইনস্পেকটর অঞ্জনা ভৌমিক রায়ের হাতে। জসিম এবং বকুল যার নির্দেশে কাজ করছিল, সেই পূজা সরকার ওরফে লতা অবশেষে গ্রেফতার হয়, মামলায় চার্জশিট জমা পড়ে ২০২১ সালের নভেম্বর মাসে।

গত বছর মামলা হস্তান্তরিত হয় রাণাঘাটের ফাস্ট ট্র্যাক আদালতে অতিরিক্ত জেলা বিচারকের কাছে, এবং মোট ১৯ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে মামলার রায় বেরিয়েছে ছয় মাসের মধ্যে। বিচারে তিন অভিযুক্তকেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

Loading