October 6, 2025

একাদশ শ্রীচৈতন্য মহোৎসব ও মেলা

সোমালিয়া ওয়েব নিউজ; বাগবাজার গৌড়ীয় মিশনের উদ্যোগে শুরু হওয়া একাদশ শ্রীচৈতন্য মহোৎসব ও মেলা সত্যিই একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুষ্ঠান। শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও তাঁর সমাজ সেবার ধারণাকে সামনে রেখে এই উৎসবটি আয়োজন করা হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু সমাজের জন্য যে উদার মানবপ্রেম ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ জীবনের কথা শিখিয়েছেন, তা আজও মানুষের জীবনে প্রভাব ফেলছে।এই উৎসবে ধর্ম সম্মেলন, ধর্মালোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ইত্যাদি নানা কর্মসূচি রাখা হয়েছে, যা শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, সাংস্কৃতিক দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করে। এমনকি আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার মতো অনুষ্ঠানগুলি অংশগ্রহণকারীদের সৃজনশীলতাকে উৎকর্ষিত করবে এবং এই উৎসবের মানকে আরও উচ্চতর করবে।এটি একটি দারুণ সুযোগ, যেখানে মানুষের মাঝে ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে পড়বে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ আরো গভীরভাবে উপলব্ধি করা যাবে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব, তাই যারা অংশগ্রহণ করতে চান তারা সময়মতো উপস্থিত থাকতে পারবেন।

Loading