সোমালিয়া ওয়েব নিউজঃ মুম্বই এবং চেন্নাইয়ের পরে লোকাল ট্রেনের দু’টি নতুন এসি রেক পেতে চলেছে শিয়ালদহ ডিভিশন। রেল সূত্রে খবর, আপাতত ১২ কোচের দু’টি রেক দেওয়া হচ্ছে। এক-একটি ট্রেনে সর্বাধিক ৫২৮০ জন যাত্রী বহন করা যাবে। লোকাল ট্রেনের ধরন হবে অনেকটা মেট্রোর মতো। স্টেশনগুলিতে পৌঁছানোর পরেই খোলা হবে দরজা। এবং প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লে ফের বন্ধ হয়ে যাবে সেটি। গেটের সামনে দাঁড়িয়ে যাত্রীদের যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এই উদ্যোগ রেলের। নতুন লোকাল ট্রেনে বৈদ্যুতিন দরজা ছাড়াও জি পি এস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকবে। ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরে চলা ওই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে ছুটবে। নতুন ট্রেনের ভাড়া শিয়ালদহ ডিভিশনে চালু ভাড়ার তুলনায় অনেকটা বেশি হতে পারে। এখন ন্যূনতম পাঁচ টাকার পরিবর্তে ওই ভাড়া ১৫-২০ গুণ বেশি হতে পারে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক