December 1, 2025

মাথাপিছু ৫ কেজি করে মে-জুন দু’মাস বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার

 সোমালিয়া ওয়েব নিউজ: আবার বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মে ও জুন এই দু’মাস প্রত্যেক উপভোক্তাকে ৫ কেজি করে খাদ্যশস্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর ফলে দেশের প্রায় ৮০ কোটি উপভোক্তা উপকৃত হবেন। এর জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে প্রায় ২৬ হাজার কোটি টাকা। জানা গেছে, দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার চরম সমস্যায় পড়েছেন সমাজের বেশিরভাগ মানুষ। তাই তাঁদের যাতে খাদ্য সংকটে ভুগতে না হয় তাই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। উল্লেখ্য, বৃহস্পতিবার সারাদেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা প্রায় ৩ লক্ষ ৩২ হাজার। শুধুমাত্র একদিনে এই আক্রান্তের সংখ্যা এত বেশি এর আগে ঘটেনি। উল্লেখ্য, শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশে এতদিন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬ জন। এখনও পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২২৬৩ জনের।

Loading