October 5, 2025

হাড় হিম করা মার্কিন রিপোর্ট: মে মাসে ভারতে চলবে মৃত্যু-মিছিল

সোমালিয়া ওয়েব নিউজ: আগামী দিন ভারতে করোনা পরিস্থিতি কত ভয়ঙ্কর হতে চলেছে তা উল্লেখ করা হয়েছে এক মার্কিন রিপোর্টে। ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স এন্ড ইভ্যালুয়েশন  এক গবেষণায় জানিয়েছে, ভারতে মে মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রত্যেকদিন করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৫ হাজার মানুষের মৃত্যু ঘটবে। এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে প্রায় ৩ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাবেন বলে আশঙ্কা করা হয়েছে। গত ১৫ এপ্রিল  ‘কোভিড-১৯  প্রজেকশন’ শিরোনামে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। বর্তমানে ভারতের করোনা পরিস্থিতির গতিপ্রকৃতি বিচার করে এই চিত্র তুলে ধরা হয়েছে। অর্থাৎ আগামী দু-তিন মাস ভারতবাসীর জন্য যে খুব খারাপ সময় আসতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, মে মাসে দিনপ্রতি সর্বোচ্চ ৫৬০০ জনের মৃত্যু হতে পারে। ১২ এপ্রিল থেকে ১ আগস্টের মধ্যে প্রাণ হারাবেন ৩ লক্ষ ২৯ হাজার মানুষ। জুলাইয়ের শেষে মৃত্যুর মুখে ঢলে পড়বেন প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার মানুষ। রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, এর জন্য ভারতবাসীর দায়িত্বজ্ঞানহীন আচরণই দায়ী। কারণ ভারত সরকার গত বছরের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সারা বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য ভাবে সবচেয়ে ভালভাবে করোনাকে নিয়ন্ত্রন করেছিল। যা বিশ্বের সমস্ত দেশকে পথ দেখিয়েছিল। কিন্তু ভারতের মানুষের দায়িত্বজ্ঞানহীন আচরণ তাদের নিজেদেরকেই বিপদের মুখে আবার ঠেলে দিয়েছে। এ প্রসঙ্গে হঠাৎ আবার করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মাস্ক না পরার প্রবণতা। শুধুমাত্র মাস্ক না পরার ফলেই এক ধাক্কায় সংক্রমণ বেড়ে গিয়েছে ৭০ শতাংশ। আর মৃত্যু হার বেড়ে গেছে ৫৫ শতাংশ। এছাড়া সামাজিক দূরত্ব না মেনে বিভিন্ন জায়গায় জমায়েত করাকেও রিপোর্টে দায়ী করা হয়েছে। ওই রিপোর্টে দেখানো হয়েছে, বর্তমানে ভারতের ২৪ শতাংশ মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যদিও ওই মার্কিন সংস্থা ভারতে করোনার ভ্যাকসিন প্রক্রিয়া নিয়ে রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছে। তাই তারা খুবই আশাবাদী যদি দেশের জনগণ সচেতন ও দায়িত্বশীল হয়ে ওঠেন তাহলে ভারত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। রিপোর্টে দাবি করা হয়েছে, সঠিকভাবে টিকাকরণ চললে জুলাই মাসের শেষে ৮৫ হাজার ৬০০ জন মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, এই রিপোর্ট তৈরি হয়েছে বর্তমানে ভারতবাসীর আচরণ ও করোনা বিধি মেনে চলার উপর ভিত্তি করে। তাই ভারতের ৯০ শতাংশ মানুষ যদি এখনও মাস্ক ব্যবহার করেন তাহলে মৃত্যুর সংখ্যা ৭০ হাজারে পর্যন্ত নেমে আসতে পারে। এ ব্যাপারে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সচেতনতা বৃদ্ধি করার জন্য এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

Loading