October 5, 2025

আরামবাগে মাস্ক না পরলেই পুলিশের হাতে, অন্যদিকে শুরু হল ১০০ শয্যার কোভিড হাসপাতাল

সোমালিয়া সংবাদ আরামবাগ: বৃহস্পতিবার থেকে শুরু হল ১০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল। আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের দোতলায় এই পরিষেবা শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে একটি বেসরকারি নার্সিংহোমে এর চিকিৎসা চলত। কিন্তু এবার এই সুপার স্পেশালিটি হাসপাতালেই কোভিড চিকিৎসা হবে বলে জানিয়েছেন আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং। সেখানে চিকিৎসার জন্য সমস্ত রকম পরিষেবা দেবার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে গোঘাটের ভিকদাসে  ১০০  শয্যাবিশিষ্ট সেফ হাউস এক সপ্তাহের মধ্যে খুলে দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ব্লকে ছোট ছোট সেফ হাউস তৈরির ব্যবস্থা করা হচ্ছে জানিয়েছেন মহকুমা শাসক। জরুরী পরিষেবা জন্য সরকারি ও বেসরকারি স্তরে বিভিন্ন এলাকায় অ্যাম্বুলেন্সকেও তৈরি রাখা হয়েছে। অন‍্যদিকে করোনা মোকাবিলায় এবার কড়া দাওয়াই শুরু করল আরামবাগ মহকুমা প্রশাসন। বাইরে বের হলেই মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে শুরু হল পুলিশি নজরদারি। বৃহস্পতিবার সকাল থেকেই আরামবাগের বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। মুখে মাস্ক ছাড়া পথচারী ও গাড়িচালকদের দেখলেই তাদেরকে মাস্ক পরিয়ে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়া এদিন পুর প্রশাসক স্বপন নন্দী নিজেও পথচারীদের হাতজোড় করে মাস্ক পড়ার অনুরোধ করেন। বাসে উঠে যাত্রীদের বোঝান। কিন্তু এদিনও দেখা যায় অনেকেই মাস্ক ছাড়া বাইরে বের হয়েছেন। কেউ বলছেন, বাড়ি থেকে আনতে ভুলে গেছেন, কেউ আবার পকেট থেকে বের করে মাস্ক পরেন। কিন্তু পুলিশ তাদের কোন কথাই আর শুনতে রাজি নয়। কারণ গত কয়েকদিন ধরেই পুলিশের পক্ষ থেকে মাইকিং করে রাস্তায় দাঁড়িয়ে মাস্ক পরার জন্য আবেদন নিবেদন করা হয়েছে। এছাড়াও পুর প্রশাসক স্বপন নন্দীও রাস্তায় নেমে মাইকিং করে জনগণকে সচেতন করেছেন। কিন্তু তারপরেও অনেকের হুঁশ ফেরেনি। তাই এদিন থেকে শুরু হয়েছে পুলিশি ধরপাকড়। এমনকি প্রশাসনের পক্ষ থেকে বাস-টোটো-অটো ইত্যাদি ইউনিয়নগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে, মাস্ক ছাড়া যাত্রী বহন করা যাবে না। প্রত্যেক যাত্রীর মাস্ক বাধ্যতামূলক।

Loading