October 5, 2025

ছ’টি আসনেই বিজেপি: বিমান ঘোষ

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ছটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলে পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। তিনি বলেন, এই জেলার অন্তর্গত আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরশুড়া, তারকেশ্বর ও হরিপালে বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জিতবেন। মানুষ যেভাবে উৎসবের মেজাজে ভোট দিয়েছেন তাতেই প্রমাণ হয়ে গেছে এবার তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই জেলার একটি আসনেও তৃণমূল জয়লাভ করতে পারবে না। পাশাপাশি হুগলি জেলার ১৮টি আসনেই বিজেপি প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেতে চলেছে বলে বিমানবাবু দাবি করেন। কেন্দ্রীয় বাহিনী নিয়েও তৃণমূলের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এবার সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। গতবারের পঞ্চায়েত নির্বাচনের মতো তৃণমূল দুর্নীতি করতে পারছে না বলেই তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব হয়েছে। কেন্দ্রীয় বাহিনী আছে বলেই এবার সাধারণ মানুষ অনেক নিশ্চিন্তে ভোট দিয়েছেন।  সারা রাজ্যে বিজেপি দুশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বলে বিমানবাবু জানিয়ে দেন। তিনি বলেন, মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বাংলায় পরিবর্তন আনতে চাইছেন। দীর্ঘদিনের অত্যাচার থেকে মুক্তি পেতে চাইছেন। তাই এবার বাংলার বুকে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই।

Loading