October 6, 2025

ভোট শেষ, এখন চাপা আতঙ্ক দুই শিবিরেই

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ মহকুমার চারটি আসনে ৬ এপ্রিল নির্বাচন শেষ হয়ে গেছে। তারপর ভোট-পরবর্তী কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। বিশেষ করে আরামবাগের বাতানল অঞ্চলে বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। মারধর, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। কিন্তু তার থেকেও বড় কথা নির্বাচনের ফল ঘোষণার পর ২ মে থেকে আরামবাগ মহকুমার অবস্থা কেমন থাকবে তাই নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। আর সেই আতঙ্ক গ্রাস করেছে দুই প্রধান দল তৃণমূল ও বিজেপির নেতাকর্মীদের মধ্যেও। কারণ যে দল ক্ষমতায় আসবে তারা যে অন্য দলকে ছেড়ে কথা বলবে না এখন থেকেই তার যেন পূর্বাভাস মিলছে। নির্বাচনের দিন আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় সেই ঘটনারই ট্রেলার দেখা গেছে বলে অনেকেই মনে করছেন। তাই যদি শাসক তৃণমূল পুনরায় ক্ষমতায় আসে অনেকেই মনে করছেন তাহলে বহু জায়গায় বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা রয়েছে। আবার উল্টোটাও ঘটতে পারে যদি তৃণমূলকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসে। তাহলে একই রকম আক্রমণের শিকার হতে পারেন তৃণমূল নেতাকর্মীরা। সেক্ষেত্রে ২ মে দুপুর থেকেই বহু এলাকায় উত্তেজনা ছড়াতে পারে। এমনকি বহু মানুষ বাড়িছাড়াও হতে পারেন। কেউ নিজে থেকে আগেই আতঙ্কে বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে পারেন, আবার কেউবা অন্যদলের হুমকি ও আক্রমণের ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হতে পারেন। বুদ্ধিজীবীদের একাংশ বক্তব্য, কখনও এটা কাম্য নয়। নির্বাচন শুধুমাত্র একটা প্রক্রিয়া। এখানে জয় পরাজয় থাকবেই। আর তাতে একদল ক্ষমতায় আসবে এটাই স্বাভাবিক ঘটনা। তার ফলশ্রুতিতে যদি হিংসা হয় তাহলে তা কখনই মেনে নেওয়া যায় না। তাই এ ব্যাপারে সমস্ত দলকেই সংযমী হওয়া প্রয়োজন। এক্ষেত্রে পুলিশ ও বর্তমানে এ রাজ্যে থাকা কেন্দ্রীয় বাহিনীকে উপযুক্ত ভূমিকা পালন করতে হবে। নাহলে ভোটের ফল ঘোষণা পরবর্তী হিংসা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে।

Loading