October 6, 2025

‘আর্থ আওয়ার’

সোমালিয়া ওয়েব নিউজঃ জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব জুড়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হল ‘আর্থ আওয়ার’ (Earth Hour)। ‘আর্থ আওয়ার’ হল বছরের একটি নির্দিষ্ট দিনে এক ঘণ্টা বাড়িঘর-সহ বিভিন্ন জায়গার আলো নিভিয়ে রাখা। রাজভবনের (Raj Bhavan Kolkata) তরফে প্রকাশিত বিবৃতিতে রাজ্যপাল বলেছেন, “আসুন, আমরা সবাই একসঙ্গে ‘পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ঘণ্টা’ অর্থাৎ ‘আর্থ আওয়ার’ পালন করি। ২২ মার্চ শনিবার রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আমরা সকলে অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখি (Lights Off)।” বিশ্বব্যাপী এই উদ্যোগের অংশ হয়ে পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

Loading