সোমালিয়া ওয়েব নিউজ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন। আগামীকাল রাতে তারা স্পেস-এক্স এর মহাকাশযানে অন্য দুই মহাকাশচারীসহ ফিরে আসবেন। সুনীতা এবং উইলমোর গত বছরের জুনে বোয়িং এর স্টারলাইনার মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেও, যান্ত্রিক ত্রুটির কারণে তারা পৃথিবীতে ফিরতে পারেননি। মহাকাশ স্টেশনে সাধারণত মহাকাশচারীরা সর্বাধিক ছয় মাস অবস্থান করেন, কিন্তু সুনীতা এবং বুচ ওই সময়সীমার চেয়ে বেশি, প্রায় ন’ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন। নাসার মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এর মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভও আগামীকাল পৃথিবীতে ফিরবেন।

More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু