সোমালিয়া ওয়েব নিউজঃ নাসার দুই নভশ্চর সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের নিরাপদ পৃথিবী প্রত্যাবর্তন দীর্ঘ ৯ মাস পর, অবশেষে মহাকাশে তাঁদের মিশন সফলভাবে সম্পন্ন করে পৃথিবীতে ফিরে এলেন নাসার দুই নভশ্চর, সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের সঙ্গে ছিল স্পেসেক্সের তৈরি ক্রু ড্রাগন মহাকাশ যান, যা আজ ভোরে ফ্লোরিডার তালাহাসি উপকূলে অবতরণ করে। এই ঘটনা শুধু বিশ্বের জন্য একটি বড় সাফল্য, বরং বিশেষভাবে ভারতীয়দের জন্য এটি এক বিশাল গর্বের মুহূর্ত। সুনিতা উইলিয়ামস, যিনি একাধিক মহাকাশ মিশনে অংশ নিয়ে পৃথিবীকে দেখেছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাঁর দেশে ফিরে আসা সারা দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের। সেই সঙ্গে বুচ উইলমোর, যিনি নানা অভিযানে অংশ নিয়ে নভোযানের পরিপূর্ণ প্রশিক্ষণ ও দক্ষতা দেখিয়েছেন, তাঁরও প্রত্যাবর্তন এক বড় ঘটনা। এদিন রাতভর রাজ্যের অনেক মানুষ নিজেদের টেলিভিশন সামনে বসে ছিলেন, গভীর আগ্রহে অপেক্ষা করছিলেন নভশ্চরদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য। টেলিভিশনের পর্দায় তখন সবার চোখ, আর সঙ্গে ছিল এক অদৃশ্য অনুভূতি, এক আবেগ – পৃথিবী থেকে দূরে, বহু কিলোমিটার উপরে মহাকাশে থাকা এই দুই মহাকাশচারী আমাদের জীবনের অংশ হয়ে উঠেছিলেন। মহাকাশ গবেষণা ও প্রযুক্তির বিকাশ শুধু বিজ্ঞানীরাই নয়, সাধারণ মানুষের কাছে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে।


More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু