মেয়েরূপী কাল-সাপিনী,
জগত খেয়ে চেয়ে রয়
অবিচারে পুরুষ মরে,
মেয়ে কিন্তু দোষী নয় ॥
যত আছে মায়ের বংশ,
আদ্য-শক্তির অর্ধ-অংশ,
তার কাছে সবাই ধ্বংস,
ধনী কাঙাল যত হয় ॥
ফুল ফোটে যার বারো মাস,
তাতে হয় শক্তি বিকাশ,
তার চরণে হয়ে দাস,
মধু খায় যে মৃত্যুঞ্জয় ॥
উথলিয়া লোহিত-সাগর,
তিন দিন ভাসে লহর,
মানুষ গড়া ছাঁচের ভিতর;
নূতন মানুষ জন্ম লয় ॥
————মহাত্মা সুফিকবি জালাল খাঁ
প্রেমেতে বান্ধিয়া রাখ
রং বাজারে কুল-কামিনী
প্রেমে কর রসের খেলা,
থাক্তে এই জোয়ানি।।
আতশ হয় রমণীর ফুল,
পুরুষ ভোমর ননী ফুল,
ফুটিলেই ভ্রমর আসে,
হয়ে কত পেরেশানি ॥
আবে-হায়াত নদীর মাঝে,
খোদাই নূরের নিশানি,
কলশির মুখে ঢাকনি দিয়ে,
সন্ধানে বান্ধিও পানি।।
চন্দ্রভেদে গিয়ে যারা
পাশ করে লয় চার শ্রেণী
ফেরেস্তায় মান্য করে,
পির ফকিরের অমর বাণী ।।
জালাল উদ্দীন ভেবে কয়,
সবের জন্য সেই ধন নয়,
যার ভাগ্যে আছে সেই পাবে
মাতৃমঙ্গল পরশমণি ॥
————মহাত্মা সুফি কবি জালাল

More Stories
হরিচরণ
আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন
আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালিত হচ্ছে